শেখ আব্বাস উদ্দিন
রক্ত সমুদ্রের বিরহিনী সৈকত ধরে হেঁটেছিলাম
অনন্ত বিকেল; দু’দণ্ড বসেছিলাম জারুলের তলে
ফড়িংয়ের ডানা থেকে ফ্ল্যাটের সংকীর্ণ করিডোরে
খসে পড়ে আতঙ্কিত চেতনা
তখনো জটপাকানো রবীন্দ্রগান বেজে চলেছে
প্রতিটি চৌরাস্তায়….
আমি ধস্ত মানবতাকে দেখি সিরিয়ায়,
প্যালেস্টাইনে, আফগান উপত্যকায়,
কুমিল্লার পথে পথে, গুজরাটে
রক্তাক্ত শিশু আর্তচিৎকারে আকাশ মথিত করে
ছুটোছুটি করে নিরাপদ আস্তানার খোঁজে।
বিধ্বস্ত আলুথালু বেশ আমার বোনের সর্বনাশ
উঠোনের প্রশস্ত বুক ভরে গেছে হাহাকারে
রক্তাক্ত শরীর খুন হয়ে যাওয়া মাটি,
প্রতিবেশীর এক কোদাল আকাশ,
এক মুঠো জোৎস্না, সম্বলহীন বস্তি
রান্নাঘরে পোড়া তরকারির আর্তনাদ
মানবতার চোখে জল
আমাদের বিধ্বস্ত জীবন।
ধর্মের চোখে জল?
নির্বিকার “ধর্মহীন” ধার্মিকের, ধর্ম ভাবনা।