শঙ্খ অধিকারী
শালতরু মুলে পড়ে পিয়ালের ছায়া
আর পিয়াল পাতার উপরে মহুয়ার জৌলুস
দূরে দূরে পলাশের বন ক্রমশ শীতল হচ্ছি
কেটকি ঝর্নার মতো আজ থেকে আমি হলাম সাতচল্লিশ।
সারাদিন মুঠোফোনে শুভেচ্ছা বার্তায়
ভালোবাসা বেড়েছে অনেক
তবু প্রেম যেন কঠিন শিলার মতো
জমে আছে আকাশের নীচে।
এই প্রেম পেলবতা খুঁজবেনা আর কোনওদিন।
জন্মদিনে অরণ্যের পাখিদের গান
পুঞ্জ পুঞ্জ পাহাড়ের আলো
আর মুক্ত শীতের বাতাস
স্বাগত জানালো বার বার।
সুবিস্তৃত পাহাড়ের নীচে ঘন বনের ভিতর
বনের ফুল হয়ে গেলাম যেন আজ জন্মদিনে।