রুদ্রশংকর
অনেকদিন পর মানুষের মতো সহজ অথবা জটিল হয়েছি,
আমাকে ঘিরে এক জনবিরল সাম্রাজ্য, এক বুনো ইতিহাস ছিল সেদিন।
চারদিকে অজস্র খসখসে বালি,
আর প্রতিটি বালির গায়ে লেগে আছে গুঁড়োগুঁড়ো মনখারাপ;
তার নিচে পুড়ে যাওয়া প্রশ্নচিহ্নে প্রতিদিন অসংখ্য মাথায় হিংস্রতা নামে।
.
তখন ক্ষয়ে যাওয়া আকাঙ্খার মতো বয়ে চলেছি আমি,
আব্রাহাম, আইস্যাক এবং জ্যাকবের ঈশ্বর ইয়াওয়ের বসতি থেকে
প্রকাশ্যে তৈরি করেছি অন্য এক অলীক ঈশ্বরের প্রাসাদ।
এখন গনিমতের পৃথিবী ভোগ করার সময়
মারুফার কথা, তামান্নার কথা, কবিতার কথা বুঝতে পারি আমি।
এদিকে তাকাও, দেখো, আমার দু’হাতে কত মৃত্যুর সৌন্দর্য লেখা।