উদয়ন চক্রবর্তী
দূর শূন্যতা থেকে শব্দের নক্ষত্ররা
প্রজাপতি হয়ে কখনও
উড়ে এসে বসে গাড়ি বারান্দার কার্নিসে
আমি পোষ মানাতে ফুল ছড়িয়ে রাখি ও যাতে আগুনে ঝাপ না দেয়
ও কিছু গান শোনায় আমি ডাইরি
নিয়ে বসি কলমটাকে শক্ত করে ধরি
কিন্তু ও খুশি না হলে
শব্দরা পিঁপড়ের মতো হেঁটে যায়
সে লেখায় কোনো দিক নির্দেশ নেই সুগন্ধিও থাকে না
গভীর বিষাদে শব্দরা আগুনে ঝাঁপ দেয় সাদা পাতায় কবিতার মৃতদেহ শুয়ে থাকে নিঃসঙ্গতায়।