দেবাশিস সাহা 

ভীষণ এক যাওয়া 

বাচ্চা ছেলের মতো হাত ধরে ডাকছে 

চোখের জলে ভেজা দু’চারটে লজেন্স ছাড়া 

আমি তাকে কী-ই বা দিতে পারি 

নদীর ওপারে —-নিশ্চয়ই আছেন একজন মানুষ যিনি হাত বাড়ালেই অজস্র পাখি উড়ে আসে হাতে

যিনি এক পা এগোলে 

সহস্র পা এগিয়ে আসে পথ 

আছেন, নদীর ওপারে নিশ্চয়ই আছেন একজন মানুষ 

যার দু’হাত-ভরা 

এত লজেন্স, ক্যাডবেরি 

কোনোদিন ফুরোয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *