প্রেম ও বৈরাগ্য
আশিস ভৌমিক
লেখক পরিচিতি
(জন্ম 5 ই এপ্রিল 1974, গ্রাম -বৃন্দাবনচক , পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুর ।প্রাথমিক পড়াশোনা গ্রামে ।উচ্চ শিক্ষার জন্য কলকাতায় ।সুরেন্দ্রনাথ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ।গৃহ শিক্ষকতার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা । বিভিন্ন লিট্ল ম্যাগাজিনে লিখে চলেছেন । প্রথম কাব্যগ্রন্থ “”হিরণ্ময়ী ”। দ্বিতীয় কাব্যগ্রন্থ ” কালবেলা “।
– বুক ভরে নিই শহরের ঘ্রাণ
হৃদয়ে মেঠো পথ, ফলের বাগান।)
২১
কবীর কথা :-
পানী বিচ মীন পিয়াসী
মোহিঁ সুন সুন আর্ত হাঁসী
ঘরমে বস্তু নজর নহি আরত
বনবন ফিরত উদাসী
আতম জ্ঞান বিনা জগ ঝুঁঠা
ক্যা মথুরা ক্যা কাসী ।
অনুবাদ :-
জলের ভেতর মীন পিয়াসী
পাচ্ছে হাসি এটা শুনে?
হায়! ঘরের মধ্যে থাকতে তিনি
ঘুরছ কেবল বনে বনে।
.
প্রদীপ শিখা যদি নাই জ্বলে
ঘুমিয়ে থাকা আত্মজ্ঞানে
কী হবে তোর তীর্থ ঘুরে?
কাশী মথুরা বৃন্দাবনে !
২২
কবীর কথা :-
ঝী ঝী জংতর বাজৈ
কর চরন বিহুনা নাচৈ
কর বিনু বাজৈ সুনৈ শ্রবন বিনু
শ্রবন শ্রোতা সোঈ
পাটন সুবাস সভা বিনু অবসর
বুঝৈ মুনি জন সোঈ।
অনুবাদ :-
দ্রিম্ দ্রিম্ করে বাজিছে বাদ্য
যন্ত্র সেথা নাই
বাজনার তালে চলিছে নৃত্য
চরন-হস্ত ছাড়াই
তিনিই শব্দ তিনিই শ্রোতা
সভা বিনা খুঁজে পাই।
.
বিনা করে বাজে মৃদঙ্গ
কর্ণ বিনা শ্রবন
রুদ্ধদ্বারে ওড়ে সুগন্ধ
বুঝে নাও সাধু জন।
দোহা:-
বিরহা জলন্তি ম্যায় ফিরুঁ মো বিরহন কো দুখ
ছা না ব্যায়ঠু দারপতি মাটি জ্বল উঠে ভুক
অনুবাদ:-
বিরহ আগুনে জ্বলে দ্বারে দ্বারে ঘুরে মরি
তরু ছায়ায় বসতে পারি না যে পাছে
আমার আগুনে তরুকেও পুড়ে খাক করি।
(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)