সৌম্যস্বপন চক্রবর্তী
কতদিন ঘুমোই নি ।
হৃদয়ে রমণীয় বৃষ্টির শব্দেও
বিষয় আগলে
এভাবে জেগে থাকতে আমার ভীষণ কষ্ট ।
.
পারতপক্ষে এখানে আমাকে ঘিরে
অভিনয়ের অহরহ কানামাছি ভো- ভো ।
যতক্ষন বাঁধন – ততক্ষণ দায়বোধ
চাষবাস – আনুগত্যতা ,
হিসেব নিকেশ , আমিত্বের বিশ্লেষণ ।
.
অথচ
বাঁধন খুললেই কাঠ খড়
নির্দয় – নিথর ,
স্পন্দনহীন – বোধহীন প্রতিমার কংকাল ।
.
এভাবে জেগে থাকতে আমার ভীষণ কষ্ট ।