বিকাশ ভট্টাচার্য 

যা বলবার ছোট করে বলো

এককাপ চায়ের জন্য যতটুকু সময় লাগে

তার চেয়ে বেশি হ্যাজাবার দরকার নেই 

আমার হাতে সময় বড়ো কম 

.

যা বলবার বলো অণুকবিতার মতো দু’চার কথায়

বটতলার উপন্যাসের মতো ফেঁদে বোস না

নাহয় রাংতামোড়া। শেয়ালের রা-এ আবার আহামরি কি

.

যেটুকু সময় হাতে আছে তাতে আর

কোনো কথাঘর প্রয়োজন নেই। একটা একান্ত নির্জন ঘর 

পেলে ভালো হতো

কতকাল আলফাল কথা শুনে জেগে কাটাচ্ছি

আর পারা যাচ্ছে না। যা বলবার 

খুব ছোট করে বলো।  ঘুমবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *