সুশান্ত সেন
কবিতার সে রকম ভাগ্য হয় নি
যে ম্যানহাটানের একশ পনের তলার বাড়ির ওপর থেকে সিক্সথ অ্যাভিনিউ টা দেখবে।
দেখলে জানতে পারত সেই লোকটা
পাথ টিউব এর স্টেশনটা খুঁজে বেড়াচ্ছে ,
যেখানে আজ সকালে নিউপোর্ট থেকে টাইমস্ স্কোয়ার এ যাবে বলে সে নেমেছিল।
সারাদিন ধরে লোকটা ঘুরপাক খেতে খেতে
একবার এ রাস্তা আবার অন্য রাস্তা ঘুরে
সেন্ট্রাল পার্কের গোলকধাঁধায় খুঁড়ে ভাবলো
রান্নায় নুন কম পড়িয়াছে , অথবা
লোকটির মতিচ্ছন্ন হয়েছে ।
নিজের বুদ্ধির ওপর অবিশ্বাস হওয়াতে
একটু ভয় ভয় ও করছিল।
ভয় থেকে কি কোনো কবিতার জন্ম
সম্ভব , সম্ভব কি ?