অর্পিতা ঘোষ পালিত

লঞ্চে পারাপারের সময় 

যাত্রাপথে ছিলাম সহযাত্রী

ঢেউয়ের তালে বইতো ভাটিয়ালী সুর 

ইচ্ছে ছিলো ছায়া হয়ে থাকবো

.

সময় চলে গেলে

বদলে যায় সম্পর্কের সমীকরণ 

ঘোলাটে চশমায় কিছুই যায়না দেখা 

আলো ভেবে আগুনকে জড়িয়ে ধরেছিলাম 

থেকে যায় কুড়িয়ে পাওয়া গল্পের খড়কুটো

.

এখন যাতায়াতের পথে দেখি

বদলে গ্যাছে অনেক কিছুই 

খাদ্য ও খাদক

বারুদ লেগেছে মাছেদের চরিত্রে 

তৃষ্ণায় মিলনের উৎসব  

গাঙচিলেরা শিকার ধরে দোল খায় ঢেউয়ের তালে 

.

বিতর্কে না জড়িয়ে গন্তব্যে এগোয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *