প্রেম ও বৈরাগ্য

আশিস ভৌমিক

লেখক পরিচিতি

 (জন্ম 5 ই এপ্রিল 1974, গ্রাম -বৃন্দাবনচক , পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুর ।প্রাথমিক পড়াশোনা গ্রামে ।উচ্চ শিক্ষার জন্য কলকাতায় ।সুরেন্দ্রনাথ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ।গৃহ শিক্ষকতার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা । বিভিন্ন লিট্ল ম্যাগাজিনে লিখে চলেছেন ।  প্রথম কাব্যগ্রন্থ “”হিরণ্ময়ী ” । দ্বিতীয় কাব্যগ্রন্থ ” কালবেলা “।

– বুক ভরে নিই শহরের ঘ্রাণ
হৃদয়ে মেঠো পথ, ফলের বাগান।)

১৭

কবীর কথা :-

না জানে সাহব কৈসা হৈ

মুল্লা হোকর বাংগ যো দেরে

ক্যা তেরা সাহব বহরা হৈ ।

কীড়ী কে পগ নেওর বাজে

সোভী সাহব সুনতা হৈ

মালা ফিরি তিলক লগায়া

লম্বী জটা বঢ়াতা হৈ

অন্তর তেরে কুফর কটারী

য়োঁ নহি সাহব মিলতা হৈ ।

অনুবাদ :-

জানিনা ঈশ্বর কেমনতর !

.

মোল্লা দেয় চিৎকারে ডাক

তবে কি তিনি বধির বেবাক্ ?

.

কীটপতঙ্গের পায়ের নিক্কন

তাহাও যাহার শ্রুতিগোচর

কেমনে তিনি বধির হন ?

.

যতই তোমরা মালা ফেরাও

তিলক কাটো জটা বাড়াও

আসলে তোদের হৃদয় পাষান

মনের ভেতর শানিত কৃপাণ ।

.

ঈশ্বর নিজেই এদের তফাৎ যান ।

১৮

কবীর কথা :-

সূর পরকাশ, তঁহ রৈন কহঁ পাইরে

রৈন পরকাশ নহি সূর ভাসৈ ।

জ্ঞান পরকাশ, অজ্ঞান কহঁ পাইয়ে

হোয় অজ্ঞান, তহঁ জ্ঞান নাসৈ ।

কাম বলবান, তহঁ প্রেম কহঁ পাইয়ে

প্রেম জঁহ হোয় তঁহ কাম নাহি ।

কহৈ কবীর যহ সত্য বিচার হৈ

সমঝ বিচার কর দেখ মাহী ।

অনুবাদ :-

সূর্য যেখানে প্রকাশিত, সেখানে রাত্রি কোথায়?

রাত থাকিলে দিন নাই !

যেখানে জ্ঞান প্রকাশিত, সেখানে অজ্ঞান কোথায়?

অজ্ঞান থাকিতে জ্ঞান কোথা পাই ?

কাম যেখানে বলবান সেখানে প্রেম কোথায়?

প্রেম যেখানে আছে সেখানে কাম নাই ।

.

কবীর কহেন, ইহাই সত্য সার

অন্তর দিয়ে করিও বিচার।

দোহা  :-

বিরহা জলন্তি ম্যায় ফিরুঁ জলত জলহারি জাউঁ

মো দেখয়া জলহারি জ্বলে সন্তোঁ কাহাঁ বুঝাউঁ

অনুবাদ:-

বিরহ জ্বালায় জ্বলছে হৃদয়

                                   নদীর কাছে যাই

আমায় দেখে নদীই পুড়ে

            বলো সাঁই! এ আগুন কোথায় নেভাই।

(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *