প্রসেনজিত রায়
যে ফুল ঝরে যায়
তার কোনো সৌন্দর্য নেই, তার কোনো মূল্য নেই
যেকোনোও ফুল, মানুষ বোঁটা সমেত ছিঁড়ে নিতে বেশী ভালোবাসে
.
যারা বলে, জীবন ফুলের মতো, তার চেয়ে দামী
খুব ভয় হয়, দূরে দূরে থাকি
সেই সব পথ, যে পথে সকাল বিকালে হাঁটে শত শত
ফুলের পূজারী
.
.
একদিন ভালো লোকেরাই সব ফুল তুলে নিয়ে যায়….