আসরফী খাতুন
এখন আর ভাবি না
ভাবতে বড় ভয় লাগে
এতদিন যত কিছু ভেবেছি
সব হয়েছে উল্টো,
তাই ভাবনাকে করেছি বিদায়
মন থেকে জোর করে
উপরে ফেলেছি তার শিকড়
মূল থেকে তুলব বলে
যেই না ধরেছি কুড়ুল
ফোঁস করে ফণা তোলে অজগর
আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরল
ছোবল মারতে লাগলো
মাথার খুলিতে-মগজে
আবার ভাবনারা শাখা প্রশাখা ছড়িয়ে
চলে এলো ঘিলুতে
ভাবিনা যতই বলি
ভাবনারা আবার এসে যায়
ভিড় করে আমার দেহে মনে
মগজে-ঘিলুতে…