কৌশিক চক্রবর্ত্তী
মাঝেমাঝে আমি নৌকা হয়ে যাই
মাঝগঙ্গায় একাকিত্বের সময় গুছোতে শিখি অগোছালো পাটাতন
পরিবর্তে 3BHK ফ্ল্যাটের কথা ভাবতে বসলে
খেলে যায় অনাড়ম্বর হাওয়া।
.
তুমি বলো
নৌকা মানে রাজপথ-
আমার যেটুকু অংশ জলের গভীরে লুকিয়ে থাকে রোজ
তুমি অক্ষরে অক্ষরে বর্ণনা দাও তারই…
.
বিপরীত পাড়ে স্পষ্ট শোনা যাচ্ছে অর্থের দমফাটা লোভ
টেলিফোনিক কনভারসেশন শেষ হলে
ঘুরে দেখি নির্বিবাদী আগামী জন্মের দিকে।
.
আমি নাকি এবার ঘরে তুলতে চাই তোমায়
প্রতি জন্মের অন্দরমহলে রাখতে চাই ভাঙা ঝাড়বাতির টুকরো…
অন্ধকার কেটে গেলে
গতিমুখ বেছে নেব সাংকেতিক কোণে…
.
হয়ত ফেরানো যায় অক্ষত অবসর
বাঁচানো যায় অভিনব চলনপদ্ধতি-
জোয়ারের অনুকূলে
বাধ্যবাধকতায় সাজাই বিপন্ন ঘুঁটি-
তুমি কি চেয়েছো সেই বিনিময়মূল্য?
.
নৌকাজন্মের কথাই বলতে ভালো লাগে
যদি সেই নির্মাণের কথা জানতে চাও –
বেঁধে রাখবো নির্জন প্রপেলার…
উপরন্তু এগিয়ে দেব
দিবারাত্রি ফেলে আসা প্রতিটি দিনের গোপন সংসার।