শাহ্ কামাল
ছেঁড়া শার্ট ছেঁড়া জুতো
ময়লা প্যান্ট
উস্কোখুস্ক চুল
ভাঙা চশমা চটি ব্যাগ
সোনালি শৈশব
দূরন্ত কৈশোর
আর এক ফালি যৌবনের রোদ
তোমার কাছে বন্ধক রাখতে চাই
তুমি নিবে?
.
দিতে হবে না কিছুই
নতুন হাঁড়ি পাতিল
কটকটি শমপাপ্পি আইসক্রিম
মন মস্তিষ্ক শরীর
অথবা লিকার
শুধু একটি কবিতা দিলেই হবে
.
রোজ নিয়ম করে
সকাল
বিকেল
সন্ধ্যা এবং রাত
নির্যাসটুকু নিবো
হাসবো খেলবো কথা কবো
কবি
শুধু একটি কবিতা দিলেই হবে
.
আমি কবিতার বড্ড কাঙ্গাল, তৃষ্ণার্ত মুসাফির
.
সবটুকু জুড়ে যার কবি
প্রকাশ পায়
স্বর্গের প্রাসাদস্খলন থেকে অমৃতের দ্রাক্ষাবন