মনিরুজ্জামান
কাতলা মাছের মতো হা করে থাকা সময়
আর মোমবাতির অন্ধকার,
গিলে ফেলছে জীবন।
এমন করে কখন চাইনি আমি
এমন করে স্বার্থপরতা,বৃষ্টিতে ভিজে যাওয়া মাথা
এমন করে উড়ে যাওয়া রাস্তার বালি
এমন করে বিছানায় লেগে থাকা ঘুমের নহর
এমন করে কাগজে লেগে থাকা কালি
চাইনি আমি।
.
আমি চেয়েছিলাম- ইস্ত্রী করা একটা জীবন
করকরে রোদে ডানা ঝাপটানো হাসের মতন
.
আমি চেয়েছিলাম কাগজী লেবুর সুবাস
ভেসে আসা রাত,একটা চাঁদ যার থাকবে
আয়ুর নামতা
আমি চেয়েছিলাম একটা বৃক্ষ, একটা নদী
আমি চেয়েছিলাম একদলা মাটি যার উপর
একটা জবা গাছে লাল হয়ে ফুটেছে জবা
শরমিন্দা হয়ে তাকিয়ে আছে আমার দিকে।
.
এর বেশি কিছু চাইনি আমি।