প্রেম ও বৈরাগ্য

আশিস ভৌমিক

লেখক পরিচিতি

 (জন্ম 5 ই এপ্রিল 1974, গ্রাম -বৃন্দাবনচক , পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুর ।প্রাথমিক পড়াশোনা গ্রামে ।উচ্চ শিক্ষার জন্য কলকাতায় ।সুরেন্দ্রনাথ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ।গৃহ শিক্ষকতার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা । বিভিন্ন লিট্ল ম্যাগাজিনে লিখে চলেছেন ।  প্রথম কাব্যগ্রন্থ “”হিরণ্ময়ী ” । দ্বিতীয় কাব্যগ্রন্থ ” কালবেলা “।

– বুক ভরে নিই শহরের ঘ্রাণ
হৃদয়ে মেঠো পথ, ফলের বাগান।)

১১

কবীর কথা :-

সুখ সাগরমে আয়কে

মত জা রে প্যাসা

অজহু সমঝ নর বাওরে

জম কবত তিরাসা

নির্মল নীর ভরের তেরে আগে

পীলে শ্বাঁসো শ্বাসা

মৃগ তৃষ্ণা ছাড় বাওরে

করো সুধারস আসা

ধ্রুব্ প্রহলাদ শুকদেব পিয়া

অওর পিয়া রৈদাস ।

.

প্রেম হি সংত সদা মতরালা

এক প্রেম কী আসা

কহৈ কবীর শুন্ ভাই সাধো

মিট গঈ ভব্ কি বাসা ।

অনুবাদ :-

হায়রে অবুঝ মন !

সুখ-সাগরের কিনারে এসে

বিভ্রান্ত প্রতিক্ষণ ।

.

মৃত্যুকে এত ভয় ?

.

সোনার হরিণ ধরতে গিয়ে

হারালাম সময়।

তবু পিপাসার্ত হৃদয় ।

.

তৃষা যে মেটেনা হায় !!

.

চেয়ে দেখ চরাচর 

প্রেমরসে ভরা

অমৃত সাগর ।

.

তবু কেন দিশাহারা ?

.

পান কর, পান কর 

যে রসে ধন্য হয়েছেন ধ্রুব

সাধক রুইদাস, শুকদেব, প্রহ্লাদ ।

.

কবীর বলেন, এবার তোর ভেঙেছে ভবের হাট ।

১২

কবীর কথা :-

সাধো, যহ তন ঠাঠ তংবুরেকা

ঐঁচত তার মরোরত খুঁটি 

নিকসত রাগ হুজুরেকা ।

টুটে তার বিখর গঈ খুঁটি 

হো গয়া ধূরম ধূরেকা ।

কহৈ কবীর শুনো ভাই সাধো 

অগম পংথ কোঈ সুরেকা ।

অনুবাদ :

এই দেহখান তাঁহার বিনা

তিনিই বাজান ।

তার বাঁধা খুঁটি থাকে টানটান ।

ব্রম্ভ রাগিনী সাতচক্রে সুর 

ওঠে ঝঙ্কার ।

শিথিল হলে খুঁটি ছিঁড়ে যায় তার

ধুলোর যন্ত্র ধুলোতে মিশায় ।

.

কবীর বলেন, ব্রম্ভই সেই সুর তুলিতে পারেন।

দোহা :-

সব রংগ তন্ত রাবাব তান বিরহা বাজাওয়ে নিত

অওর কোয় না সুন সাকে কায়ি সাই কায়ি চিত ।

অনুবাদ:-

সব রঙের এই মনোবীণায় নিত্য বাজে বিরহ গীত

কেউ না শুনুক তুমিই শোনো এই হৃদয়ের সংগীত ।

(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *