অমিত চক্রবর্তী

প্রতিটি অনাবিষ্কার বিদ্রূপ এখানে, প্রতিটি আবিষ্কার

স্মৃতির জাবর কাটা – পুরোনো ঘাস পাতায়,

তেতো করলার বীচি, আশশ্যাওড়ার ছাল

“ও যে আমার জন্যে কী উতলা হয়”

প্রতিটি স্রোত, প্রতিটি রক্তপাত ধারালো তরল এখানে

জ্বলতে জ্বলতে নাবে যার লাভা, তোমার ছেঁড়া জামা

জ্যোতির্ময়, তোমার চটি শুকনো, 

সস্তা দোকান থেকে কেনা,

তুমি পুরোনো বোতলে, অজস্র নষ্ট অতীত, 

নতুন মদ ভরেছ, এ কার কথা বলছেন আপনি,

পুরু মোটা আস্তরণে যারা এক চিলতে অসময়

ভরে ঘুরে বেড়ায়, জ্যোৎস্নায় ভরানদী? না নদী নয়

তাঁবু খাটানো সরীসৃপ হয়তো, সেও তো বহমান

লিকলিকে তোমার অতীত জ্যোতির্ময়, দুঃখতো আর

ফ্রেমে নেই, শুধু ডেটা জমে আছে বুকে

ভূরি ভূরি ডেটা, ডেটা আজকের প্রাচুর্য, 

ডেটা আজকের কারেন্সি।

1 thought on “আজকের কারেন্সি

  1. শুধু ডেটা জমে আছে বুকে

    ভূরি ভূরি ডেটা, ডেটা আজকের প্রাচুর্য,

    ডেটা আজকের কারেন্সি।

    অভিনন্দন কবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *