বিশ্বরূপ মোদক

আমাদের পূর্বপুরুষেরা নাড়ির সাথে মিলে-মিশে

 রক্তের গতিপথে আজও—

 জীবনের কিছু অমোঘ বোধ অনুভব করছে।

.

শক্তি ও ক্ষমতার উপর দাঁড়িয়ে এ পৃথিবী 

যে বাস্তবতা প্রকাশ করছে  ;

সেদিকে তাকিয়ে তাঁরা লজ্জিত ।

.

জিওল গাছের ডালে বসে শালিক পাখিটিও

অস্তে যাওয়া সূর্যের দিকে চেয়ে আছে সন্ধ‍্যার অপেক্ষায় ।

.

রক্তসংগ্রাম, প্রেমহীনতা এবং সম্ভোগের অতৃপ্তি 

ক্রমশ দূষণ ছড়াচ্ছে মানুষের চেতনার গলি-পথে ।

.

এ সমাজে মানুষ ক্রমাগত আমি দেবতার পূজায়

ধুপ-ধুনো জ্বালাতে ব‍্যস্ত ।

.

সময়ের সুতো কেটে

বহুদূর উড়ছে মেকি আধুনিকতার ঘুড়ি ।

আজ , মানব-সভ‍্যতার শরীরে ভীষণ জ্বর—

চিকিৎসকের প্রয়োজন  ;

ডেকে আনতে হবে , ডেকে আনতেই হবে ।

1 thought on “চিকিৎসকের প্রয়োজন

  1. আজ , মানব-সভ‍্যতার শরীরে ভীষণ জ্বর—

    জীবনের কিছু অমোঘ বোধ অনুভব করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *