মালা ঘোষ মিত্র
অন্তহীন হেঁটে চলেছি,
সঙ্গে থাকে পাখির মতো
ঘরে ফেরার গান,
নৈর্ঋতকোণে কেমন যেন আলোর ঝলকানি,
বিসমিল্লা খাঁয়ের সুরে
দুঃখগুলো ভেসে আসে।
আনন্দটুকু বাঁচিয়ে রাখি,
অমোঘ বাণীর মতো অভিমানে চোখ মুছি,
অপরাজিতা ফুল ফুটে থাকে
কার্ণিশ জুড়ে—-
নিস্তরঙ্গ জীবন যেন অসহ্য হয়,
আলোর পথে চলবো কিভাবে,
সুখের অনুভব অন্তর্লীন স্রোত ছুঁয়ে যায়,
উন্মাদনা নিশ্চিতভাবে নেমে আসে
বিভিন্ন আঙ্গিক ধরে।।