কিং সউদ
মাটির ভেতর মিথ্যে আছে; প্রতীমা হয় স্বেচ্ছায়
মৃত খেয়ে বাঁচা মাটি পায়ের নিচে থাকে নিরবে
ফল ফুলের লোভ দেখিয়ে জল নেয় মেঘ থেকে
আর গ্রীষ্মে ধুলো হয়ে নোংরা করে পুষ্পরেণু
তাই নক্ষত্রের অপার্থিব ভাবনায় বেঁচে থাকি
মৃত্যু দেখতে আমার কেউ কেউ বেঁচে আছে
মানুষের মাঝে মানুষের মৃত্যু হয় কী করে
নক্ষত্র জানে উত্তর আর তাই দূর দূরান্তে
ঢেউ গুনে রাখা সৈকত সাগরেই ডুবে যায়
কেন শেখেনি সাঁতার অবসরে বাঁচার আশায়
কাকড়া পায়ের চিহ্ন মুছে যায়, ভুলে যায়
নোঙরের আঘাত আর সঞ্চিত বালুরাশি নিয়ে
জলের ফেনার নিজের ঢেউ করে আছড়ে পড়ে
নক্ষত্রের সাথে তখন কথা বলে জাহাজের সুকানি