প্রেম ও বৈরাগ্য
আশিস ভৌমিক
লেখক পরিচিতি
(জন্ম 5 ই এপ্রিল 1974, গ্রাম -বৃন্দাবনচক , পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুর ।প্রাথমিক পড়াশোনা গ্রামে ।উচ্চ শিক্ষার জন্য কলকাতায় ।সুরেন্দ্রনাথ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ।গৃহ শিক্ষকতার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা । বিভিন্ন লিট্ল ম্যাগাজিনে লিখে চলেছেন । প্রথম কাব্যগ্রন্থ “”হিরণ্ময়ী ” । দ্বিতীয় কাব্যগ্রন্থ ” কালবেলা “।
– বুক ভরে নিই শহরের ঘ্রাণ
হৃদয়ে মেঠো পথ, ফলের বাগান।)
৫
কবীর কথা :-
গগন ঘটা ঘহরানী সাধো
গগন ঘটা ঘহরানী
পুরব দিসসে উঠিহৈ বদরিয়া
রিমঝিম বরসত পানি ।
আপন আপন মেঁড় সমহারো
বহো জাত য়হ পানি
সুরত নিরত কা বেল নহায়ন
করৈ খেত নির্ব্বানী ।
ধান কাট, মার ঘর আরৈ
সোই কুসল কিসানী
দোনো থার বরাবর পরসে
জেঁরে মুনি অর জ্ঞানী ।
অনুবাদ :-
গগনে গরজে মেঘ ঘোর ঘনঘটা
আকাশে বাতাসে ভাসে গম্ভীর ধ্বনি
বাদল এসেছে পুবে, সরিয়ে আলোর চ্ছটা
রিম ঝিম ঝিম অঝোরে ঝরিছে পানি ।
.
ক্ষেতের আল বাঁধো বাঁধোরে এবার
আষাঢ়ের জল বুঝি বা ভাসায়
প্রেম-বৈরাগ্য লতা পেয়েছে রস তার
মুক্ত হল ক্ষেতের মাঠ, বস সাধনায় ।
.
সময়ে ধান কেটে ঘরে যে আনিতে পারে
সেই তো সঠিক কিষান
প্রেম বৈরাগ্যের অন্ন বিলাও অকাতরে
মুনি জ্ঞানী সবে, সমান সমান ।।
৬
কবীর কথা :-
চংদা ঝলকৈ য়হি ঘট মাহী
অংধী আখন সুঝৈ নাহীঁ ।।
য়হি ঘট চংদা য়হি ঘট সুর
য়হি ঘট গাজৈ অনহদ তুর ।।
য়হি ঘট বাজৈ তবল নিষাদ
বহিরা শব্দ শুনৈ নহি কান ।।
জবলগ মেরি মেরি করে
তবলগ কাজ একৌ ন সরে ।।
যব মেরি মমতা মর যায়
তবলগ প্রভু কাজ সবারৈ আর ।।
জ্ঞানকে কারন করম কমায়
হোই জ্ঞান তব করম নসায় ।।
ফল কারন ফুলৈ বনরায়
ফল লাগৈ পর ফুল শুখায় ।।
মৃগা পাস কস্তুরী বাস
আপ ন খোজৈ খোজৈ ঘাস ।।
অনুবাদ :-
দেহের ভেতর চন্দ্র সূর্য
চোখ দেখেনা তায়
দেহের ভেতর অসীম অপার
আমি শূন্যকায় ।
দেহের ভেতর মৃদঙ্গ বাজে
কর্ন শুনেনা হায় !
আমি বলতে আমার আমার
জীবন বৃথা যায় ।
ফলের জন্য ফুলের উদয়
ফুলটি ঝরে যায়
দাহ করলে আমিত্বটাকে
কার্য-সিদ্ধ পায় ।
মৃগের ভেতর কস্তুরী রয়
মৃগ জানেনা হায়
সারা জীবন ঘাস অন্বেষণ
সময় বহিয়া যায়।
.
কবীর বলেন,
জ্ঞানের জন্যই কর্ম্ম কর
কর্ম্মটি ভুলে যাও ।।
দোঁহা :-
নয়না অন্তর আও তু তিউহি ন্যায়ন ঝাপেউঁ
না হউ দেখুঁ অওর কু না তুঝে দেখন দেউঁ
অনুবাদ:-
চোখের তারায় এসো প্রিয়, চক্ষু মুদে দিই
দেখব না আর অন্য কেহ, দেখতে দেব না কাউকেই ।
(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)