শিবালোক দাস
শ্বাপদসংকুল দাঁতে লেগে নেই আর কোনো রক্ত,
তাই খুব ইচ্ছে করে তোমায় একটু নিয়ে যাই ঐ
পুরোনো গাছতলায়, যেখানে পায়ের কাছে কোনো
আওয়াজ ছাড়াই আমি বেড়ে উঠি দিনের পর দিন।
.
বিন্যস্ত ঢ্যাঁড়া চিহ্নের উপর একটি কাক উড়ে এসে
দেখে জমা জলে ভেসে আসে দুটো চোখ,
সে তো অন্দরে ছড়ানো ছাই পেতে চায়।
তবে কি আমি ভেঙে ফেলছি নিজ হাতে পাঁজর,
আমার শ্বেত মূল, ছোট হয়ে আসা অস্থির কাছে
কি জন্ম নিচ্ছে রোজ একটি সদ্যোজাত শিশু ?
তারাই ভ্রুণ, ভিক্ষা করতে করতে পেরিয়েছে বলয়,
তবু কোনোদিন তারা ছিঁড়ে খায়নি স্নায়ু।
.
যখন অলৌকিকে আমি হাত রাখি,
হস্তাক্ষরের বদলে ফুটে ওঠে চুম্বন।
.
দেওয়াল ভেঙে আমাকে ঘুম থেকে তোলো !