নিজামুদ্দিন মণ্ডল

আমি দূর থেকে দেখছি একদল মানুষ কাঁদছে

তাঁরা নিজেদের অধিকার হারিয়ে ফেলেছে

কারা যেন কেড়ে নিয়েছে কথা

কেউই সত্য বলছে না শাসকের ভয়ে!!

.

আমি স্তম্ভিত হলাম

আর একবার নিজেকে জিজ্ঞাসা করলাম আমরা কি চিরকাল বাঁচব…

.

তারপর থেকেই মাটি গলে গেল

পাথর হয়ে গেল জল

আমি অন্ধ হয়ে গেলাম

.

অন্ধকারে সবাই এসে হাজির হয়েছে

আমি বিচার চাইছি 

তোমরা এতো রক্ত ভালবাসো কেন?

.

তারা বলে উঠছে রক্তের রং নেই

রক্তের রাজনীতি নেই

রক্ত গড়াতে পারলেই ,আরো পাঁচটা বছর গড়িয়ে নেব ভাতের মাড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *