রূপক চট্টোপাধ্যায় 

১) আমাদের বসন্ত যাক

সুলভ শৌচাগার থাক।

এখানেই সহজাত ঘেন্নার ওপর

ভনভনে মাছিদের সঙ্গম হয়।

আমরা কোনক্রমে 

নাকে- মুখে রুমাল চেপে

 পা’ চালিয়ে 

মানুষ জন্ম পারকরে দি! 

.

২) হরিকাকার চায়ের দোকান থেকে 

বনমালী মিস্ত্রির ছাদ দেখা যায়!

ছাদে দাঁড়ায় বনমালীর বৌ।

বৌয়ের শরীর থেকে দেখা যায়

রাত পুরুষদের আনাগোনা, আলো ছায়া।

এরাই পরজন্মে

যতিন দাস মোড়ের সুলভ শৌচাগার! 

.

৩) বুকের ভেতরে স্ব গৌরবে আলোকিত হোক

সুলভ শৌচাগার! এসো

ক্ষমা ঘেন্না কিছু ফেলে যাও।

অন্তত থুতু ছিটিয়ে বুঝিয়ে দাও

একদা তোমার উপস্থিতি!

.

৪) সুলভ শৌচাগারের দেয়াল জোড়া

বিজ্ঞাপনে অক্ষম পুরুষের পেচ্ছাপ লেগে যায়। 

ডারউইন চেয়ে থাকেন, উন্মুক্ত গ্যালাপাগোসে

মেধাবী আলোয় অনন্ত একটি মানুষের বিবর্তন দেখবেন বলে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *