মোহনা মজুমদার 

আটকে পড়েছি ভাবলে ভয় হয় । 

.

ছায়াটি গলা বাড়িয়ে কি রেখে যায় ?

আকাশ ? শীতকাল এলে , চুপিচুপি

ব্যঙ ডাকে কানের পাশে । তার পায়ে

লেগে রক্তের কালো ছোপ । চুইয়ে পড়ে ।

ধস্ নামে । 

.

তুমি হাসতে হাসতে কেড়ে নাও

নদী,মাটি,রক্ত । কিন্তু কেন সে চুপ

থাকে ? বাকিটা সুর আড়াল করবে

এমন বোকামি তোমায় মানায় না ।

.

যাও মেঘ , ফিরে যাও ধ্বংসে , এখানে

জলের হিসেব  কেউ রাখে না ।

.

যে প্রয়াস আত্মহত্যার, তাকে বরফের

উপর শুইয়ে দাও , আগুন সে একাই

খুঁজে নেবে ।

2 thoughts on “শব

  1. কিছু পড়লাম। বেশ লাগলো।আমিও আমার কবিতা , গল্প পাঠাবো। পছন্দ হলে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *