দিলীপকুমার প্রামাণিক
স্বপ্ন ঘাঁটি,
আর উলংগ পায়ে এগিয়ে যাই
মনমরা মৃত্যুর গোপন খবর নিতে,
.
তার দুটো পা উজাড় করা যন্ত্রণা নিয়ে কাঁদছে
ঝরে পড়ছে রক্ত,দগদগে ঘা
আর কান্নার আড়ষ্ট যৌবন,
.
এরপর স্বপ্নের এঁটো স্রোত
এলোমেলো নেমে আসে
বিপন্ন সন্ধ্যার ফরাসে,
এবং কবরের পাশে ভিজে ঘাস ছুঁয়ে
শুয়ে থাকে নির্জন বিকেলের রোদে।