রফিক উল ইসলাম
আমি আমার পাথরখণ্ড সেদিকে ছুঁড়িনি, যেদিক দিয়ে
তোমরা আমার গুহায় আসতে পারো। অতিসতর্ক চোখের পাতা
বিছিয়ে রেখেছি, যাতে তোমাদের ছায়ারাও চুক্তিশিবির থেকে
অক্ষত ফিরে আসে। এত করেও রক্তাক্ত সেই পায়ে পায়ে
পথ ঠেলে, ঘর হারিয়ে, ছায়া হারিয়ে নিঃস্ব সমাগমে
কেন এলে আমাকে আবার ভুল প্রমাণের ছলে!
.
আমার কিছু বর্শা আছে, মাটির নীচে হাঁড়ির ভিতর
জমানো কিছু মাংস। এটুকু নিয়ে দিব্যি আমার
কেটেই যেত অরণ্যকাল। যদি চাও তো এসব নাও,
আমার কোনো পরোয়া নেই। শুধু তোমাদের পায়ে মাথায়
পাথরের যেন দাগ না থাকে। যেন তোমাদের ছায়ারাও
ঠিক তোমাদের সঙ্গী এবং স্বাধীন হয়ে ওঠে…