মির্জা গালিবের বাংলা ভাবানুবাদ

আশিস ভৌমিক

লেখক পরিচিতি

 (জন্ম 5 ই এপ্রিল 1974, গ্রাম -বৃন্দাবনচক , পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুর ।প্রাথমিক পড়াশোনা গ্রামে ।উচ্চ শিক্ষার জন্য কলকাতায় ।সুরেন্দ্রনাথ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ।গৃহ শিক্ষকতার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা । বিভিন্ন লিট্ল ম্যাগাজিনে লিখে চলেছেন ।  প্রথম কাব্যগ্রন্থ “”হিরণ্ময়ী ” । দ্বিতীয় কাব্যগ্রন্থ ” কালবেলা “।

– বুক ভরে নিই শহরের ঘ্রাণ
হৃদয়ে মেঠো পথ, ফলের বাগান।)

১০১ 

আহ্ কো চাহিয়ে এক উম্র অসর হোনে তক্

কৌন জিতা হ্যায় তেরি জুলফ কে সর হোনে তক্ ।

এক দীর্ঘশ্বাসেই সারাটা জীবন কেটে যায় 

কে বেঁচে আছে তোমার ওই রেশমি চুলের মায়ায় ?

১০২

উধর উয়ো বদ্ গুমানী হ্যায়, ইধর ইয়ে না তওয়ানী হ্যায় 

ন পুছা যায়ে হ্যায় উস্ সে , ন বলা যায়ে হ্যায় মুঝসে  ।

তোমার আছে অহংকার আর আমার অক্ষমতা 

তুমি কিছুই বলবে না জানি , আমার নীরবতা ।

১০৩

হমনে মানা কে তগাফুল ন করোগে লেকিন্

খাক্ হো যায়েঙ্গে হম্, তুমকো খবর হোনে তক্ ।

আমি মানি, অবহেলা করবে না কোনওদিন 

হয়তো পুড়ে ছাই হয়ে যাবো বুঝবে তুমি যেদিন ।

১০৪

আজ হম্ অপনী পরেশানী-এ-খাতির উন্ সে

কহনে যাতে তো হ্যায়, পর দেখিয়ে ক্যায়া কহতে হ্যায় ।

আজ যাচ্ছি, নিজের কষ্টের কথা বলতে তোমার নীড়ে

কিন্তু হায়! আসল কথাই হারিয়ে ফেলি অন্য কথার ভীড়ে ।

১০৫

ম্যায়নে চাহা থা কে অন্দোহ-এ-বফা সে ছুটু

উয়ো সিতমগর মেরে মরনে ভি রাজি ন হুয়া ।

চেয়েছিলাম নিষ্কৃতি , অসহ বিশ্বাসের যন্ত্রণা

কিন্তু হায়! সে নিষ্ঠুর আমার মৃত্যুতেও রাজি না ।

১০৬

য়হি হ্যায় আজমানা , তো সতানা কিসকো কহ্তে হ্যায় 

অদু কে হো লিয়ে যব তো মেরা ইমতহাঁ কিঁউ হো ?

এই যদি হয় পরখ তব অত্যাচার তবে কী !!

অন্যের তো হয়েই গেছ, পরীক্ষার আছে কি বাকি ।

১০৭

য়া রব্ উয়ো ন সমঝা হ্যায় ন সমঝেঙ্গে মেরে মেরী বাত্

দে অওর দিল্ উনকো যো ন দে মুঝকো জবাঁ অওর ।

হায় ঈশ্বর, সে বোঝেনা , বুঝবেনা আমার কথা কখনও 

তাকে আরো আরো হৃদয় দাও, নয়তো আমায় ভাষা দিয়ো অন্য ।

১০৮

থক্ থক্ কে হর মকাম্ পে দো চার রহ্ গয়ে

তেরা পতা ন পাঁয়ে তো নাচার কেয়া করে ।

ক্লান্ত আমি, রয়ে যাই দু-চার দিন এখানে ওখানে কোথাও 

তোমার ঠিকানা জানা নেই প্রিয় , আমি অসহায় জানিও ।

১০৯

জানা পড়া রকিব কে দর পর হজার বার 

অ্যায় কাশ্ জানতা ন তেরে রাহ্ গুজর কো ম্যায় ।

যেতে হলো প্রতিপক্ষের দরজায় হাজারবার 

হায় ! যদি না জানতাম তোমার বাড়ির ঠিকানা এবার ।

১১০

য়া রব্ , জমানা মুঝকো মিটাতা হ্যায় কিস্ লিয়ে

লওহ জহাঁ পে হরফ্-এ-মুকরর্ নহী হুঁ ম্যায় ।

হে ঈশ্বর, সময় আমাকে মুছে ফেলতে চায় কেন ?

পৃথিবীর শিলালিপিতে বাড়তি হরফ তো নই !

১১১

ঈশক্ মুঝকো নহী বহশৎ হি সহী

মেরী বহশৎ তেরী শোহরত্ হি সহী ।

ভালবাসা আমার জন্য নয় , সবই পাগলামি ঠিকই 

কিন্তু আমার সে পাগলামি তোমার প্রচার নয় কি ?

সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *