মিলন মান্নান
তোমাকে ছুঁয়ে পাপ করেছি একটা -দুটো
ভালোবাসায় সিঁড়ি ভেঙেছে সাপ ও লুডো |
তুমিই আমার সাঁঝবাতি নদীতে ভাসা খরকুটো
তোমাকে ছুঁয়ে পাপ করেছি একটা -দুটো |
.
আমার ঠোঁটে তোমার বাসা আরেকটু আলাপ হোক
সান্ত্বনাতে চলে আসে এক সমুদ্র শোক |
তুমি ছুঁয়ে দাও আঙুল আমার ঠিক ফুটবে ফুল
ভিজে যাবে শুস্ক শরীর ভেঙে যাবে ভুল |
.
আহ্নিক গতির বিরহ থামে ভাঙা কার্নিশে চাঁদ আসে
নিকোটিনে বিষাদ কমে না সময়ে পলেস্তারা খসে |
চরাচরে আবদ্ধ ছিলাম মরা গাছের লাশ বয়ে বেড়াই
মৃগয়াতে ওঠে না মন আমি রোজ মৃত্যু কিনে খাই |