ইউসুফ মুহম্মদ
মেঘলা আকাশ খোঁপার জন্যে
চাইতে এলো কাঁটার মতন কাঁটা
আমি বললাম, ‘এদিকে তুই
বাড়িয়ে দে না তুলতুলে তোর পা-টা’।
.
মেঘ বললো, ‘এ পায়ে নেই
তোমার জন্যে পূজার মতো ধূলি’
নামাই যদি তোমার দেশের
ঘাসের ডগায় এক ফোঁটা জল
তোমার ডোবা শূন্য রেখো
পরিমাণটা সিকি বা আধুলি’।
.
আমি বললাম, ‘এ ডোবাতে
দীর্ঘদেহী মনের শোভা কর জমা
আমি এখন করতে পারি
গোধূলি বা মেঘের আলো তরজমা।