তুষারকান্তি রায়
ইচ্ছামৃত্যু আর অভিসারের মাঝখানে
হাইফেন এ বিঁধে আছি
ছন্দের উপর দিয়ে বয়ে যাচ্ছে
উড়োমেঘের সেতার :
পথের বাঁকে ভেসে উঠছে শিউলির বন
আমি দশ নম্বরের টীকা লেখার
টকটাইমের আয়ু নিয়ে
ঘুরে বেড়াচ্ছি
কথপোকথনের করিডোরে
না লেখা কবিতা থেকে ঝরে পড়ছে
হিমেল বাতাস
ভেসে যাচ্ছে অনার্সের ক্লাস , খাতাকলিপত্রিকা
আমি অসামান্য নীরবতায়
লিখে রাখছি
তার অভিসারের মুখ