সব্যসাচী সরকার
আমি যখন স্থির
তখন ঝড় ওঠে।
আমার চুপ করে বসে থাকার
কথা নয়।
কী করবো,এত ধুলোবালি
.
আমিই তো ধুলো। ডাকনাম সহসা।
.
জানেন,মহোদয়,এইসব ঝড় আর ধুলোবালি মাখতে মাখতে
আমি শ্রমিকের গড়া
পাথর হয়েছি।
আমার মন নেই। জ্যোৎস্না নেই,নেই কিছু
যা জীবনের জন্য ইহাও ঠিক/ উহাও ঠিক!
.
কী যে করি। মনে মনে
পুষে রাখি
বিপ্লব…