মির্জা গালিবের বাংলা ভাবানুবাদ

আশিস ভৌমিক

লেখক পরিচিতি

 (জন্ম 5 ই এপ্রিল 1974, গ্রাম -বৃন্দাবনচক , পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুর ।প্রাথমিক পড়াশোনা গ্রামে ।উচ্চ শিক্ষার জন্য কলকাতায় ।সুরেন্দ্রনাথ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ।গৃহ শিক্ষকতার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা । বিভিন্ন লিট্ল ম্যাগাজিনে লিখে চলেছেন ।  প্রথম কাব্যগ্রন্থ “”হিরণ্ময়ী ” । দ্বিতীয় কাব্যগ্রন্থ ” কালবেলা “।

– বুক ভরে নিই শহরের ঘ্রাণ
হৃদয়ে মেঠো পথ, ফলের বাগান।)

৮১

নগমহ্ হৈ মহব্বত -এ-সাজ রহ্ নশহ্ হৈ বেনিয়াজ রহ্

রিন্দ্-এ-তমাম্ এ না রহ্ খলক কো পারসা সমঝো ।

সুর আছে ভেসে যাও তার স্রোতে

সুরা আছে ভুলে যাও সব ক্ষত

রূপ আছে মজে যাও তার রূপে

সাধুতা থাক সাধু পুরুষের মত ।

৮২

তেরে ওয়াদে পর জীয়ে হম্ , তো ইয়ে জান ঝুট জানা

কে খুশিসে মরনা যাতে , অগর একবার হোতা ।

বেঁচে আছি তোর প্রতিশ্রুতিতে

আমার প্রান আজ তাই মিথ্যে

হয়তো মরেই যেতাম সুখে

যদি পারতাম ভরসা রাখতে ।

৮৩

বেতলব দে তো মজা উসমে সিবা মিলতে হৈ

বোহ্ গদা জিস্ কো নহ্ হো খু-এ-সবাল অচ্ছা হৈ ।

না চাইতেই তুমি যা দিয়েছ উজাড় করে

সেই তো অমৃত !

কোনও দিন  হাত পাতার অভ্যাসই হলনা যার 

সেই ভিখারীই শ্রেষ্ঠ ।।

৮৪

হয়্ ভী তসলীম কী খু ভালেঙ্গে

বেনিয়াজি তেরী আদৎ হী সহী ।

সব মেনে নিতে পারি আমিও

উদাসীনতাই যদি তোমার অভ্যাস হয় জানিও ।

৮৫

গিলহ্ হৈ শওক কো দিল মেঁ ভী তঙ্গী-এ-জা কা

গৌহর মেঁ মহব্ হুয়া ইজতরাব দরিয়া কা ।।

অফুরন্ত বাসনা করে হৃদয় মুখর

উত্তাল সমুদ্র ধরা মোতির ভেতর।।

৮৬

মহরম্ নহীঁ হৈ তু-হী নবাহা-এ-রাজ কা

য়াঁ বরনহ্ জো হিজাব হৈ, পর্দ হৈ সাজ কা ।

তোমার রসবোধে ধরা দেয়না অনন্ত রহস্যের বিচিত্র সব রাগ

নইলে রহস্যের আবরন ? সে তো সুরের ঝরনা ধারায় প্রকৃতির প্রেমালাপ ।।

৮৭

রশক্ কহতা হৈ -উসকা গৈর সে ইথলাস , হৈফ্

অকল্ কহতী হৈ- কেহ্ বোহ্ বেমেহের কিস-কা আশনা ।

ঈর্ষা বলে, অন্যের সাথেই তার হৃদ্যতা

বুদ্ধি বলে, সে হৃদয়হীনা পেতে পারেনা কারো মান্যতা।

৮৮

চুপকে চুপকে মুঝকো রোতে দেখ্ পাতা হ্যয় অ্যগ্যর হ্যঁসকে ক্যরতে হ্যয় ব্যয়ান্-এ শওখি-এ গুফ্তার-এ দোস্ত ।

চুপি চুপি এসে যদি দেখতে আমার কান্না ;

তবে দেখতে, হাসতে হাসতে লিখছি বয়ান 

করছি কেবল ছলনা।

৮৯

ইশক্ সে তবীয়তনে জীন্ত কা মজা পায়া

দর্দ কী দবা পাই , দর্দ কে বে-দবা পায়া ।

ভালবাসায় পেলাম জীবনের মজা আর সাহারা বেদনার 

কিন্তু হায় ! হৃদয় ভেঙে গেলে মেলে না ঔষধ সে ব্যথা ভোলাবার ।।

৯০

বে দর বহ্ দীওয়ার সি এক ঘর বনায়া চাহিয়ে

কোই হমসায়া ন হো অওর পসবাঁ না হো

দেওয়াল নেই দরজা নেই বানাব আমার বাড়ি 

পাড়া নেই পড়শি নেই, নেই নজরদারি ।

(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *