স্বপ্ননীল
কী এক কঠিন সময়
হাতটি বুকের উপর রাখতে পারছিনা কিছুতেই
.
ভূপৃষ্ঠ যতটা সবুজ পৃথিবী ততটা সবুজ নয়
যেন আকাশ অর্ধেক হয়ে গেছে
দু’ফাঁক হয়ে গেছে চাঁদ
চোখের ভেতরে গ্রহন লেগেছে মানুষের।
কারণ খালি চোখে দেখেছিল জ্যোৎস্নার নরম ফাটল
.
শুধু গাছটির শিকড়ে এখনো খনিজ আর শাখায় পাখিদের আকাশ
.
এসো-
অন্তত গাছটিকে বাঁচাতে মেরামত করি পৃথিবী।