লোকনাথ ভান্ডারী

প্রাগৈতিহাসিক চিন্তা আমাকে খাচ্ছে-

দিন রাত্রির হিসাব মেলাতে পারছিনা |

মৃত চিন্তাদের রাষ্ট্রবাদ চোখ রাঙিয়ে-

কবরে শুয়ে থাকার কৌশল শেখাচ্ছে |

আমার দায় নেই আমি রাষ্ট্র | তবুও 

শিল্পীদের ভিতর থেকে চিঠি লিখে জানাই –

আমার ফেলে আসা শ্মশানের খাটে 

তোমাদের রেশমি সভ্যতা দাঁড়িয়ে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *