মির্জা গালিবের বাংলা ভাবানুবাদ
আশিস ভৌমিক
লেখক পরিচিতি
(জন্ম 5 ই এপ্রিল 1974, গ্রাম -বৃন্দাবনচক , পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুর ।প্রাথমিক পড়াশোনা গ্রামে ।উচ্চ শিক্ষার জন্য কলকাতায় ।সুরেন্দ্রনাথ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ।গৃহ শিক্ষকতার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা । বিভিন্ন লিট্ল ম্যাগাজিনে লিখে চলেছেন । প্রথম কাব্যগ্রন্থ “”হিরণ্ময়ী ” । দ্বিতীয় কাব্যগ্রন্থ ” কালবেলা “।
– বুক ভরে নিই শহরের ঘ্রাণ
হৃদয়ে মেঠো পথ, ফলের বাগান।)
৬১
নজর লগে না কঁহি উসকো দন্তো-বাজু কো
ইয়ে লোগ কিঁউ মেরে জখমে জিগর কো দেখতে হ্যায় ।
সবার নজর কেন লাগে
তোমার সুগঠিত বাহু আর দেহের ভঙ্গিমায় !
তাদের চোখ পড়েনা কেন ?
আমার আহত মন আর বেদনার্ত কলিজায় ।
৬২
মেহেরবাঁ হোকে বুলা লো মুঝে চাহো মিস বকত্
ম্যায় গয়া বকত্ নহীঁ হুঁ কে ফির আভী না সকুঁ ।
দয়া করে আমাকে ডেকে নিও যেকোনো সময়
কবিতা-আড্ডা-জলসায় ।
আমি তো বিগত সময় নই
ফিরে আসতে পারব না তোমাদের জমানায় !
৬৩
তুম্ অপনে শিকবেকী বাতে না খোদ্ খোদকে পুঁছো
হজর করো মেরি দিল্ সে , কি ইসমে আগ্ দবী হ্যায় ।
তুমি সব অভিযোগের উত্তর খুঁজতে যেয়ো না হৃদয় খুঁড়ে
তুষের আগুন আজও ধিকি ধিকি জ্বলে ছাই চাপা পড়ে ।
৬৪
সায়া মেরা মুঝসে মিস্লে-দূদ্ ভাগে হ্যায় ‘অসদ্’
পাস্ মুঝ আতিস বজাঁকে কিসসে ঠহরা ভাগে হ্যায় ।
যে ছিল আমার ছায়া , সরে যায় ধীরে ধীরে
মন পাখি বোবা চোখে পুড়ে যায় কুরে কুরে ।
৬৫
কসম্ মেরে জনাজাপে আয়েকী , মেরে খাতে হ্যায় “গালিব “
হামেশা খাতে থে জো , মেরি জান কী কসম্ আগে ।
শপথ করেছো বহুবার আমার নামে , সেটা মানিও
শবাধার পাশে তাই একবার আসিও ।
৬৬
যাতে হুয়ে কহতে হো কায়ামত্ কো মিলেঙ্গে
ক্যা খুব কায়ামত্ কা হ্যায় গয়া কোই অওর ।
যাওয়ার সময় বলেছিলে , দেখা হবে আবার শেষ বিচারের দিনে
তবে তো পাবো সুযোগ , হবে মোলাকাত আরো একবার দুজনার সনে ।
৬৭
দিল্ সে নিকলা পর ন নিকলা দিলসে
হ্যায় তেরা তীর কা পৈকান অজীজ – ।
হৃদয় চিরে বেরিয়ে গেল তবুও হৃদয়েই থেকে গেলে
তীরের ফলাটি বড় প্রিয় হৃদয় রাঙিয়ে গেলে ।
৬৮
লাজিম্ থা কি দেখো মিরা রস্তা কোই দিন অওর
তনহা গয়ে কিঁউ অব রহো তনহা কোই দিন অওর ।
উচিত কি ছিলনা তোমার ? কিছুদিন রয়ে যেতে আরও
একলা চলে গেলে – আরও কিছুদিন একলাই মেনে নিও ।
৬৯
বু-এ-গুল , নালা-এ-দিল , দুদে চিরাগ-এ-মহফিল
যো তেরি বজমসে নিকলা সো পরিশাঁ নিকলা ।
ফুলের সুগন্ধ , হৃদয়ের শ্বাস আর মহফিল রোশনাই
তোমার আঙিনা ছাড়া দিগভ্রান্ত হয়ে যাই ।
৭০
গুচাঁ ফির লগা খিলনে আজ হমনে আপনা দিল
খুঁ কিয়া হুয়া দেখা গুম কিয়া হুয়া পায়া ।
সুন্দরী কলিরা ফুটল আবার , হৃদয়ে পলাশ রাঙালো
আমি দেখলাম ; ভালোবাসলাম , ভালবাসায় হারিয়ে গেলাম ।
(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)