রহিত ঘোষাল

পলি পড়ে জনপদ মুছে যায়,

হয় মহানিষ্ক্রমণ ,

ছিঁড়েখুঁড়ে দেখা হয় উপমহাদেশের উপসর্গগুলি।

অজর আত্মা শুভানুধ্যায়ী,

মোদ্দাকথা খুঁতমুক্ত?

তমসার ভেতর পোকার শরীর দুগ্ধপোষ্য।

নির্ণীত মাছভাজা আপনা থেকে উলটে 

গেছে ছিটে বর্ষার পার্শ্বপ্রতিক্রিয়ায়।।

1 thought on “নৌকাবাইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *