কৌশিক গাঙ্গুলি
নেতারা ডিগবাজি খান
এ দল থেকে ও দলে,
গুন্ডারা কাঁসর বাজায়
চামচেরা দেয় হরিবোল।
জনতা ছাগলের বাচ্চার মতন
ঠ্যাং তুলে নাচে।
দেশ লুঠ হচ্ছে,
তাতে তোমার কি, তাতে আমার কি ?
পাবলিকের আবার সম্মান, বুদ্ধিজীবীদের আবার অপমান !
ছড়ানো ছেটানো দানে আমরা মুগ্ধ বেচারা ,
দেশে স্বৈরতন্ত্র চলছে গণতন্ত্রের মুখোশ পরে ।
দুর্নীতিতে ধরা পূর্ণ, তবুও আমরা উৎসবে মাতি,
সন্ত্রাসে সন্ত্রাসে বাক স্বাধীনতা মৃত্যু গহবরে ,
তবুও আমাদের বেঁচে থাকতে হয় ।
অম্বলে কম্বল চাপাই বিনা শীতে,
গাজনের গান গায় নিতাই পাগল ।
নেতারা ডিগবাজি খান এ দল থেকে ওদলে ।