অর্ণব মুখোপাধ্যায়

আমাদের সমস্ত শোক উদ্যান সাজিয়েছে,

বসেছি এক মাথা গাছ নিয়ে,

একে অপরের ডালপালা কেটে দিচ্ছি,

খুলে নিচ্ছি পাতা,

থোকা থোকা ডালিমের মতো রক্ত —

মেখে বসেছি, চোখে মুখে,

.

পথিকেরা জিজ্ঞেস করছে :

এক সম্পর্কে এত রক্ত থাকে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *