লীনা সাহা
সুতো ঘুড়ি রোদ্দুর সাঁকো ধরে চলেছে বেঁধে বেঁধে।
আলপথ জুড়ে জোনাকির মিছিল।
ওরা শ্লোগান তুলে পাতার ফাঁকে মিলিয়ে যাচ্ছে ।
গুড়ি মেরে এককোণে বসে তুমি বৃত্ত মেপে চলেছো।
বৃদ্ধ গাছের ঝুরি সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে নদীগর্ভে।
তবুও তুমি ধীরলয়ে বাদামী বৃত্ত মেপে চলেছো।
.
মেহুলের বনে দুহাত ঘষে কালো কালি মেখেছি দু’জনায়
একবারের জন্যও কেউ কাউকে বাধা দিয়ে সরে দাঁড়াই নি।
পথের পাশে কুমোর মাটি দিয়ে শ্মশান গড়ে চলেছে,
ঠিক তার পাশে ছায়ার বুকে ছায়া মাথা পেতে কাঁদছে।
.
সমুদ্রের গভীরে মাঝির লণ্ঠনের আলো ক্রমশ দূষিত করছে আমায় ,
.
কাটা ঘুড়ির মতো তুলোতুলো মেঘ বেপাত্তা হয়ে যাচ্ছে।
তুমি বাদামী বৃত্ত মেপে চলেছো।
আর আমি ক্রমাগত জড়িয়ে যাচ্ছি শেকড়ে ।