পার্থসারথি সেনগুপ্ত
ক্লান্ত আঁচল সরিয়ে রাতের বেলা
একটি হাসির রেখা ছুঁয়ে যায় বুক
দু বাহু বাড়িয়ে আদরে নিজেকে মেলা
সব “কিন্তু” র একটাই চেনা সুখ
এক আকাশের নীচেই আমরা সবাই
তবুও পাথরে আটকে থেকেছে কান্না
সবুজ গালিচা মাঝে মাঝে শুধু বদলাই
মনকে বোঝাই অনেক হয়েছে আর না
এবার একটা বসার জায়গা প্রয়োজন
ভালবাসার হাতে সঁপে দিয়ে আজ বিশ্রাম
ক্লান্তির সাথে লড়াই এর এত আয়োজন
এই মন আর জানতে চায় না পরিণাম
ভুলে যাওয়া গুলো আত্মগোপন করে
মনের গোপনে দিনের অস্তরাগে
আকাশ টা কে দেখে নি দু চোখ ভরে
অতীতের স্মৃতি ঝলসে ওঠার আগে