শংকর দেবনাথ
আয় ও স্মৃতি, দু’জন বসি
একটু মুখোমুখি-
প্রীতির চোখে তোর গহনে
দিই খুশিতে উঁকি!
তোর কাপড়ের ভাঁজে ভাঁজে
লুকিয়ে রাখা আলো-
নিই খুঁজে আর দিই কাটিয়ে
কিছুটা ক্ষণ ভালো!
.
আয় ও সখি, গল্প করি
এই নিরালায় ব’সে-
দু’এক ফোঁটা চোখের জলও
পড়ে পড়ুক খ’সে!
কল্পলোকের অল্প আলোয়
হাসুক প্রাণের তারা-
আসুক কাছে হারিয়ে গেছে
কালের সোঁতায় যারা!
.
আয় ও সাথি, একটু খেলি
আজ দু’জনে মিলে-
যাই হারিয়ে অতীতলোকের
স্বপ্নমেদুর নীলে!
আয় ও স্মৃতি, বাঁচার সাথি,
এই অবেলায় ডাকি-
সকল ভুলে একটু সময়
তোর সঙ্গেই থাকি!