মির্জা গালিবের বাংলা ভাবানুবাদ

আশিস ভৌমিক

লেখক পরিচিতি

 (জন্ম 5 ই এপ্রিল 1974, গ্রাম -বৃন্দাবনচক , পাঁশকুড়া , পূর্ব মেদিনীপুর ।প্রাথমিক পড়াশোনা গ্রামে ।উচ্চ শিক্ষার জন্য কলকাতায় ।সুরেন্দ্রনাথ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ।গৃহ শিক্ষকতার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা । বিভিন্ন লিট্ল ম্যাগাজিনে লিখে চলেছেন ।  প্রথম কাব্যগ্রন্থ “”হিরণ্ময়ী ” । দ্বিতীয় কাব্যগ্রন্থ ” কালবেলা “।

– বুক ভরে নিই শহরের ঘ্রাণ
হৃদয়ে মেঠো পথ, ফলের বাগান।)

২১

কিতনা খউফ্ হোতা হ্যায় সাম কে অন্ধেরেমে 

পুছ উন পরিন্দোসে জিনকে ঘর নেহি হোতে ।

নির্জন সন্ধ্যার অন্ধকারে মনে যদি জাগে ডর

তবে জেনে নিও সেই পাখিটির কাছে 

যার ফেরার ছিল না কোনো ঘর ।

২২

সও বার বন্দ্-এ-ঈশক্ সে আজাদ হম্ হুয়ে

পর ক্যা করে কে দিল হি উদ্ হ্যায় ফরাগ কা ।

শতবার প্রেমের বন্ধন থেকে মুক্ত হয়েছি মানি

কিন্তু হায় ! অবুঝ এ হৃদয় স্বাধীনতা বোঝেনি ।

২৩

হাল -এ- দিল্ নহী মালুম লেকিন ইস্ কদর য়ানী

হম্ নে বারহা ঢুন্ডা , তুমনে বারহা পায়া ।

বুঝিনা হৃদয়ের হাল , শুধু এটুকুই মানি

সারা জীবন খুঁজিলাম , কুড়িয়ে পেলে তুমি ।

২৪

রগোঁ মে দৌড়নে ফিরনে কী হম্ নহী কায়ল

যব আঁখ সে হি ন টপকা , তো ফির লহু কেয়া হ্যায় ।

রক্ত কী কেবল প্রবাহিত স্রোত শিরা উপশিরায় ?

সে রক্ত তবে মূল্যহীন যদি তা চোখে না গড়ায় ।

২৫

অব্ ম্যায় হুঁ অওর মাতম্ এক শহর-এ-আরজু 

তোড়া যো তুনে আইনা , তিমসালদার থা ।

এক শহর আশায় আমি নিয়েছি শোকের সাজ

যে আয়না ভেঙে দিলে তাতে ছিল কত না কোলাজ।

২৬

চিপক্ রহা হ্যায় বদন পর লহু সে প্যায়রাহন্

হমারে জেব কো অব্ হাজত-এ-রফু কেয়া হ্যায় ?

জড়িয়ে আছ দেহমনে শিরা উপশিরার বন্ধন

মিথ্যে কর পকেট সেলাই বৃথা আয়োজন ।

২৭

দিল-এ-নাদাঁ তুঝে হুয়া কেয়া হ্যায় 

আঁখির ইস্ দর্দ কী দবা কেয়া হ্যায় ।

ওরে অবুঝ মন উতলা কেন আজ

কেউ কী দিতে পারে এ ব্যথার ইলাজ ?

২৮

জী ঢুন্ডতা হ্যায় ফির বহী ফুরসৎ কে রাত দিন

বৈঠে রহে তসব্রবুর-এ-জানা কিয়ে হুয়ে ।

খুঁজে ফেরে এ হৃদয় ফেলে আসা পুরনো ক্যানভাসে 

বসে ভাবি দিনরাত প্রিয় মুখ ভেসে আসে ।

২৯

বেদাদ-এ-ঈশক্ সে নহী ডরতা , মগর অসদ্

জিস্ দিল্ পে নাজ থা মুঝে , উয়ো দিল্ নহী রহা ।

প্রেমের অবিচারে পাইনা কোনো ভয় , কিন্তু হায় 

রইলো না যে আমার সেই অহংকারী গর্বিত হৃদয় ।

৩০

লাগ্ হো তো উস্ কো হম্ সমঝেঁ লগাও

যব না হো কুছ্ ভি , তো ধোঁকা খায়েঁ কেয়া ?

শত্রুতা থাকলে বুঝি আকর্ষণও আছে

যদি কিছুই না থাকে তবে সম্পর্কটাই মিছে ।

(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *