অতনু নন্দী
একার মধ্যে খেলে বেড়ায় একাকিত্ব,
প্রিয় মানুষ অস্তমিত হলেও থেকে যায়
সফল হাহাকার!
মৃত্যুর ডাক আজ আর কান ভেদ করে না,
বেঁচে থাকার মধ্যে কত বার মৃত্যুকে চুম্বন করে গেছি
সকালের মিঠে রোদে দেখেছি উন্নয়নের আকাশে ফানুস উড়ে বেড়াচ্ছে…
রাত বাড়লে মধুলোভী পুরুষদের দেখেছি নগ্নতার আবাদ করতে…
জোকারদের ট্রাপীজিয়াম দেখতে দেখতে ক্লান্ত লাগে আজকাল….
দিনে দিনে মরা গাছ হয়ে যাচ্ছি,
বাকল খসে পড়ছে!