দীপপ্রতিম
আঁচলের গিঁটে বাঁধা থাক
আঁচলের গিঁটে বাঁধা থাক
ভালবাসা ,
বিনুনি মানে তো সময়ের
অভিমান –
এখন আলোর, গল্পেরা
মুখোমুখি ;
ছুঁয়ে আছে স্রোত
অবুঝের শাড়ি গান ।
পথ চলাচল, সাজঘর
পারাপার ;
যদি দেখা হয়, ইচ্ছের
নামকরে –
নাব্যতা গেলে পাড় ভাঙে
চেনা নদী ;
জীবিকার নামে, ঠিকানার
ঘর সরে ।
হাত দুটো শুধু সুতো দিয়ে
বেঁধে রাখা ।
ভিজে মাঠ ঘাট বৃষ্টির
কথা বলে;
ঘরের কাছেই ঝাপসা
হয়েছে আলো –
নোয়ান গাছের পাখিদের
কথা চলে ।
এখন ও শুধুই মুখ তুলে
ছুঁতে চাওয়া ।
আকাশের রেনু এঁকেছে
কাজল একা ;
ছুটি নিক বেশ, এখনতো
যারা বন্দি –
জন্মে আজও আগামীর
সাথে দেখা ।