পল্লব রাজ ঘোষাল
কুহুমনির খোঁপার পাশে
মহুল ফুলের নেশার মতন শব্দ আসে
শব্দে ভিজে
বাহাদুরের বাঁশির সুরে সূর্য মেশা নতুন আলোর পাহাড়চূড়া
শব্দ শেখায় ভোরের আজান, যত্নে রাখা সন্ধ্যেপিদিম, শঙ্খধ্বনি।
স্রোতস্বিনী,
প্রিয়ার বুকে পৌছানো যায়, পৃষ্ঠা জুড়ে এমন যেন শব্দ আসে
যেন, মণকেমনের রন্ধ্র গুলোও নির্বিবাদে সামনে দাঁড়ায় আতসকাঁচের
অক্ষমতা,
দুইবেলা রোজ নিয়ম মাফিক কলম ধরি
আমার শব্দ বিহীন অস্ত্রসম আর কি আছে।
খুব সুন্দর কবিতা। ধন্যবাদ কবি এতো সুন্দর কবিতা উপহার দেবার জন্যে। 😊💐
Darun laglo….erom likhe ja…..onek bhalobasa roilo tor jonyo👏
Opurbo laglo… R o likhish arom vabe