নীলাঞ্জন কুমার
চাঁদ উঠলে হাতি ঘোড়ার
নাচনের ছন্দ
আমার সঙ্গে ভাব জমায়।
আমি সেই ছন্দের সঙ্গে
ঝাঁপতাল কিংবা রূপক
মিশিয়ে গড়ি কিংবদন্তি গান ।
নাছোড় গানের কথাগুলো
তখন নিউরোনের আরাম
আর তার সুর চাঁদের পালকিতে
চড়িয়ে প্রদক্ষিণ করায় জ্যোৎস্নারা ।
নীলাঞ্জন কুমার
চাঁদ উঠলে হাতি ঘোড়ার
নাচনের ছন্দ
আমার সঙ্গে ভাব জমায়।
আমি সেই ছন্দের সঙ্গে
ঝাঁপতাল কিংবা রূপক
মিশিয়ে গড়ি কিংবদন্তি গান ।
নাছোড় গানের কথাগুলো
তখন নিউরোনের আরাম
আর তার সুর চাঁদের পালকিতে
চড়িয়ে প্রদক্ষিণ করায় জ্যোৎস্নারা ।