লোকনাথ ভান্ডারী 

ক্লান্তিহীন একটা দিনের কথা বলি  ;

রক্তের দাগ লাগা একটা দিনের কথা বলি ।

আমি নদীর পাড়ে ঘুমিয়ে, আমি নদীর পাড়ে ঘুমিয়ে ।

না, আমার ঘুম পাইনি। আমি লজ্জায় চোখ বন্ধ করে আছি।

দূরে তেরো বছরের ইমনের শিরা ছিন্ন -বিচ্ছিন্ন হয়ে গেল ।

আমি রক্তের বুকে প্রশ্ন করলাম ; তোমার কি খোলা আকাশ ভালো লাগে ?

ঘাস থেকে রক্ত উঠে এলো আমার জামায় ।

আমি ঝাঁপিয়ে পড়লাম নদীর স্রোতে ।

উঠল-না সেই লাল রং ! উঠল-না সেই লাল রং !

রক্তের হিমোগ্লোবিন জোর গলায় প্রশ্ন করল, তুমি কি কবি ?

হ্যাঁ , এই একটা পরিচয় যা আমি উচ্চস্বরে বলতে পারি।

হ্যাঁ আমি কবি…. হ্যাঁ-হ্যাঁ আমিই কবি ।

হিমোগ্লোবিন এবার নম্রভাবে বলে উঠল—

এ-রক্ত ইমনের নয়, এ-রক্ত খোলা আকাশের নিচে থাকা ঘাসেরও নয় ।

এ-রক্ত সমাজের মুখে লেগে থাকা শত শত অদৃশ্য অপরাধের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *