রাজেশ চন্দ্র দেবনাথ
যে কোন ভাবেই
প্রকৃতিতে ভেসে যাওয়া যায়…
আগুন, প্রতিবাদ, কিংবা হাইফেনে…
ভালোবাসার ডগায় মৃত্যু কামনায় বসে আছে
কিছু শকুনের বিশ্লেষণী ঠোঁট
ছন্দ আর যন্ত্রণার ককটেল নিয়ে
প্রতিটি মোড়ে ঘুরছে
মেঘাচ্ছন্ন ঠাট্টা
ভুল জন্মে
মধ্য রাত ফুরিয়ে গেলে
কবির শবাধার পড়ে থাকে
মৃত্যুঞ্জয়ী ভাবনার প্রচ্ছদ…